ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বন্দুকযুদ্ধে জোনাব বাহিনীর সেকেন্ড ইন কমান্ড নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৯ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৭
বন্দুকযুদ্ধে জোনাব বাহিনীর সেকেন্ড ইন কমান্ড নিহত

সাতক্ষীরা: সুন্দরবনে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৬) সঙ্গে বন্দুকযুদ্ধে দস্যু জোনাব বাহিনীর সেকেন্ড ইন কমান্ড নান্নু মোল্লা (৪৭) নিহত হয়েছেন।

এ সময় তিনটি পাইপগান, একটি থ্রিনটথ্রি বন্দুক, একটি একনলা বন্দুক ও ২৬ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের চুনকুড়ি খালে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

র‌্যাব-৬ এর লেফটেনেন্ট কমান্ডার জাহিদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনে অভিযানে যায় র‌্যাবের একটি দল। এসময় দস্যুরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অতর্কিত গুলিবর্ষণ করে। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়লে দস্যুরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে নান্নু মোল্লাকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে শ্যামনগর হাসপাতালে পাঠালে সেখানেই তার মৃত্যু হয়।

ঘটনাস্থল থেকে তিনটি পাইপগান, একটি থ্রিনটথ্রি বন্দুক, একটি একনলা বন্দুক ও ২৬ রাউন্ড গুলি জব্দ হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ঘণ্টা, ০৭ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।