মঙ্গলবার (০৭ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক ভাবে নিহত ও নিখোঁজদের নাম-পরিচয় জানা যায়নি।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আহাদ জানান, বাংলাটিলা নামে একটি পাহাড় ধসের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। ওই পাথরকোয়ারিতে পাহাড় ধসে এখন পর্যন্ত ৪ জন নিহত ও ২ জন নিখোঁজ রয়েছেন বলে খবর পাওয়া গেছে।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) শামসুল ইসলাম সরদার বাংলানিউজকে বলেন, পাথরকোয়ারিতে পাহাড় ধসে তিনজন নিহত ও ২ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭
এনইউ/বিএস