সোমবার (৬ নভেম্বর) শেষ রাত ৩টার দিকে মাদারগঞ্জ গ্রামের আজিজুলের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে।
পরে খবর পেয়ে ঠাকুরগাঁও সদর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য সফিকুল, খাদেমুল, ইসলাম বাংলানিউজকে জানান, শেষ রাতে তাদের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা আশপাশের ঘর বাড়িতে ছড়িয়ে পড়ে।
আউলিয়াপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাফরুল্লাহ বলেন, ২০টি পরিবারের প্রায় ৩৫টি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় দশ লক্ষাধিক টাকা ছাড়িয়ে গেছে। পরিবারের কেউ তাদের আসবাবপত্র চাল-ডাল, কাপড়-চোপড়সহ কোনো কিছু রক্ষা করতে না পারেনি।
তারা খোলা আকাশের নিচে রয়েছে। দ্রুত সরকারিভাবে সহযোগিতার আহ্বান জানান তারা।
জেলা প্রশাসক (ডিসি) আব্দুল আওয়াল ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসলাম মোল্লা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন ও সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, ০৭ নভেম্বর, ২০১৭
আরএ