ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

আইএফআরসি’র গভর্নিং বোর্ডের সদস্য নির্বাচিত বিডিআরসিএস

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৭ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৭
আইএফআরসি’র গভর্নিং বোর্ডের সদস্য নির্বাচিত বিডিআরসিএস

ঢাকা: ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজের (আইএফআরসি) গভর্নিং বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস)।

মঙ্গলবার (৭ নভেম্বর) বিডিআরসিএ’র পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, ১৯০টি জাতীয় রেডক্রস/রেড ক্রিসেন্ট সোসাইটির সমন্বয়ে গঠিত আইএফআরসিতে বিডিআরসিএ’র পক্ষ থেকে প্রতিনিধিত্ব করবেন প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য প্রফেসর ডা. মো. হাবিবে মিল্লাত।

সোমবার (৬ নভেম্বর) তুরস্কের আনতালিয়া শহরে আইএফআরসি’র সাধারণ সভায় নির্বাচনের মাধ্যমে আগামী ৪ বছরের জন্য প্রফেসর ডা. মো. হাবিবে মিল্লাত এশিয়া প্যাসিফিক অঞ্চলের সব জাতীয় সোসাইটির হয়ে প্রতিনিধিত্ব করবেন।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।