সোমবার (৬ নভেম্বর) রাতে শহরের কাউতলি বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত নারীরা হলেন-সুকতারা (২০) ও হোসনে আরা (১৯)।
মঙ্গলবার সকালে বিষয়টি সাংবাদিকদের জানায় পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে কাউতলি এলাকায় সিএনজি চালিত একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ওই দুই নারীসহ তিনজনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ করলে তাদের মধ্যে সুকতারা ও হোসনে আরা জানান যে তারা পাসপোর্ট করার জন্য কক্সবাজারের উখিয়া শরণার্থী শিবির থেকে ঢাকা যাচ্ছিলেন।
তিনি আরো জানান, তাদের সঙ্গে থাকা অপর ব্যক্তির সঙ্গে রোহিঙ্গাদের কোনো সম্পৃক্ততা না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
ওই দুই নারীকে উখিয়া শরণার্থী শিবিরে পাঠানো হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭
এসআই