ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় দুই রোহিঙ্গা নারী উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৭
ব্রাহ্মণবাড়িয়ায় দুই রোহিঙ্গা নারী উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় দুই রোহিঙ্গা নারীকে উদ্ধার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। 

সোমবার (৬ নভেম্বর) রাতে শহরের কাউতলি বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত নারীরা হলেন-সুকতারা (২০) ও হোসনে আরা (১৯)।

মঙ্গলবার সকালে বিষয়টি সাংবাদিকদের জানায় পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে কাউতলি এলাকায় সিএনজি চালিত একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ওই দুই নারীসহ তিনজনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ করলে তাদের মধ্যে সুকতারা ও হোসনে আরা জানান যে তারা পাসপোর্ট করার জন্য কক্সবাজারের উখিয়া শরণার্থী শিবির থেকে ঢাকা যাচ্ছিলেন।


তিনি আরো জানান, তাদের সঙ্গে থাকা অপর ব্যক্তির সঙ্গে রোহিঙ্গাদের কোনো সম্পৃক্ততা না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।  

 

ওই দুই নারীকে উখিয়া শরণার্থী শিবিরে পাঠানো হবে বলেও জানান তিনি।

 

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।