মঙ্গলবার (০৭ নভেম্বর) দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
নাটোর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আদালতে তাকে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
তিনি আরো জানান, এর আগে ৩১ অক্টোবর (মঙ্গলবার) বিকেলে একই আদালতে ঠিকাদার সোহেল ফয়সাল আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। এসময় আদালতে সরকার পক্ষে দায়িত্বরত পুলিশের উপ পরিদর্শক (এসআই) রেজাউল করিম জামিনের আবেদনের বিরোধিতা করেন। এতে ওইদিন আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত ২৭ অক্টোবর (শুক্রবার) রাতে জেলা প্রশাসনের সহকারী নাজির মমতাজ আলী বাদী হয়ে ওই ঠিকাদারকে অভিযুক্ত করে নাটোর সদর থানায় একটি মামলা করেন।
মামলায় গণভবনের ভেতরের শত বছরের ঐতিহ্যবাহী গাছ কাটার ঘটনায় গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান ও গণপূর্ত বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজোশে ঠিকাদার সোহেল ফয়সাল টেন্ডারের অতিরিক্ত ১০৯২ ঘনফুট কাঠ ও ১৪২ ঘনফুট গাছের ডালপালা কেটে নেয়। যা তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদনে সত্যতা পাওয়া যায়।
উল্লেখ্য, নাটোরের উত্তরা গণভবনের মরা এবং ঝড়েপড়া তিনটি গাছ এবং কিছু গাছের ডালপালা মাত্র ১৮ হাজার টাকায় কাটার অনুমতি পায় ঠিকাদার সোহেল ফয়সাল।
কিন্তু ইজারার বাইরে ১৭টি শতবর্ষী তাজা গাছ এবং ৪৮টি গাছের ডালপালা যার আনুমানিক দাম তিন লাখ ৬৩ হাজার টাকার গাছ কাটার সত্যতা পাওয়া যায়।
বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, ০৭ নভেম্বর, ২০১৭
আরএ