ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে সাজার আদেশপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪২ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৭
হবিগঞ্জে সাজার আদেশপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪৪

হবিগঞ্জ: হবিগঞ্জে সুজন মিয়া নামে ২ বছরের সাজার আদেশপ্রাপ্ত এক আসামিসহ পলাতক ৪৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৬ নভেম্বর) রাত থেকে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গভীর রাতে চুনারুঘাট থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) আলমাছ ও এএসআই গোলাম মোস্তফা অভিযান পরিচালনা করে সাজার আদেশপ্রাপ্ত আসামি সুজনকে গ্রেফতার করে।

সে চুনারুঘাট উপজেলার পাইকপাড়া গ্রামের মকসুদ আলীর ছেলে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান জানান, সুজনের বিরুদ্ধে চুরির মামলায় ২ বৎসর সাজাসহ একাধিক ওয়ারেন্ট রয়েছে।

এছাড়া গ্রেফতারকৃত আরো ৪৩ পলাতক আসামির মধ্যে ৩৬ জন পরোয়ানাভুক্ত এবং ৭ জন নিয়মিত মামলার আসামি।

হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) নাজিম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
 
বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, ০৭ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।