ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নীতিমালা করে ব্যাটারি রিকশা চালানোর অনুমতি দাবি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫২ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৭
নীতিমালা করে ব্যাটারি রিকশা চালানোর অনুমতি দাবি ব্যাটারিচালিত রিকশা চলাচলের দাবিতে সমাবেশ। ছবি: মানসুরা চামেলি

ঢাকা: নীতিমালা প্রণয়ন করে সারাদেশে ব্যাটারিচালিত রিকশা চালানোর অনুমতি দেওয়ার দাবি তুলেছে ব্যাটারিচালিত রিকশা শ্রমিক মালিক সংগ্রাম কমিটি।

সোমবার (৭ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানায় তারা।  

'নীতিমালা প্রণয়ন, ব্যাটারিচালিত রিকশা চালানোর অনুমতি দাও, বিকল্প কাজের ব্যবস্থা না করে ব্যাটারিচালিত রিকশা বন্ধ করা যাবে না' ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ অায়োজন করা হয়।

সমাবেশে অংশ নিয়ে সমাজতান্ত্রিক ফ্রন্টের সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন বলেন, বিকল্প  কর্মসংস্থানের ব্যবস্থা না করে ব্যাটারি চালিত রিকশা উচ্ছেদ শ্রমিকদের পেটে লাথি মারার সমান। সরকার একদিকে ব্যাটারি আমদানি করে  উৎসাহ দিচ্ছে, অন্যদিকে  শ্রমিকদের রিকশা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছে। এটা কেমন নীতি।   এভাবে রিকশা উচ্ছেদ করলে বেকারত্ব বাড়বে।

সমাবেশে শ্রমিক নেতারা বলেন, ব্যাটারি চালিত রিকশার সঙ্গে প্রায় এক কোটি মানুষ জড়িত। এ রিকশা উচ্ছেদ করলে কোটি মানুষের পেটে লাথি মারা হবে। আমরা এ অন্যায় মেনে নেবো না। আমরা নীতিমালা চাই, রিকশার লাইন্সেস চাই। একটা শৃঙ্খলার মধ্যে থাকতে চাই, আমাদের উশৃঙ্খল বানাবেন না। ব্যাটারি চালিত রিকশা চালানোর অনুমতি না দিলে কঠোর অান্দোলন গড়ে তোলা হবে।

সমাবেশে বিভিন্ন জেলার ব্যাটারি চালিত রিকশা শ্রমিক সংগ্রাম কমিটির নেতা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৭
এমসি/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।