মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে কমিটি এ ফল ঘোষণা করে। ঢাকায় অনুষ্ঠিত ৬৩তম সিপিএ সম্মেলনের ৭তম দিনের জেনারেল অ্যাসেম্বলিতে ব্যালটের মাধ্যমে নতুন চেয়ারপারসন নির্বাচনের ভোট হয়।
নির্বাচনে প্রার্থী ছিলেন তিনজন। মোট ২১২টি ভোটের মধ্যে কাস্ট হয়েছে ১৯২ ভোট। ইমিলিয়া মনজোয়া এর মধ্যে ১০৭ ভোট পেয়ে সিপিএ চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কুক আইল্যান্ডের নিক্কি র্যাটেল পেয়েছেন ৭০ ভোট। ১৫ ভোট পান অপর প্রার্থী দ্বীপ রাষ্ট্র মনসেরাটের এমএলএ শিরলি এম ওসবর্ন। এতে বাংলাদেশের পক্ষে ভোট ছিল ৬টি।
নির্বাচিত হওয়ার পর মনজোয়া তার প্রতিক্রিয়ায় বলেন, ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আমি খুব আনন্দিত।
পরে মনজোয়াসহ আফ্রিকান বিভিন্ন দেশের প্রতিনিধিরা তাদের নিজস্ব সংস্কৃতির নাচ-গানে মেতে ওঠেন।
বর্তমান চেয়ারপারসন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর তিন বছরের মেয়াদ মঙ্গলবার (৭ নভেম্বর) শেষ হয়। বাংলাদেশের প্রথম কোনো ব্যক্তি হিসেবে ২০১৪ সালের ৮ অক্টোবর ক্যামেরুনের রাজধানী ইয়াউনদে’তে সিপিএ নির্বাহী কমিটির চেয়ারম্যান পদে ৭০ ভোট পেয়ে নির্বাচিত হন স্পিকার। তার প্রতিদ্বন্দ্বী পান ৬৭ ভোট। ৩৫ সদস্যের নির্বাহী কমিটির নির্বাচনে প্রথম বাংলাদেশি হিসেবে চেয়ারপারসন পদে নির্বাচিত হন তিনি।
ওই নির্বাচনে কমনওয়েলথভুক্ত ৫৩টি সদস্য রাষ্ট্রের ১৭৫টি পার্লামেন্টের ৩২১ জন ভোটার ছিলেন। তবে ভোট দিয়েছিলেন ১৩৭ জন। তিন বছর মেয়াদী এ পদে বাংলাদেশের স্পিকারের একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন ক্যারিবীয় অঞ্চলের কেইম্যান আইল্যান্ডসের স্পিকার জুলিয়ানা ও’কনর।
** রোহিঙ্গাদের সসম্মানে ফিরিয়ে নিতে হবে: রূপা গাঙ্গুলি
** সিপিএ চেয়ারপারসন নির্বাচনের ভোট শেষ, ফল দুপুরে
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭
এসএম/এসকে/এএ