মঙ্গলবার (০৭ নভেম্বর) দুপুরে পুলিশ গ্রেফতারকৃত আবুল হোসেনকে আদালতে পাঠায়।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমানের উদ্ধৃতি দিয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল বাসার সবুজ বিষয়টি বাংলানিউজকে জানান।
সোমবার (০৬ নভেম্বর) দিবাগত রাতে নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিনের সহযোগিতায় ওই ভণ্ড ফকিরকে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা থেকে গ্রেফতার করে হরিরামপুর থানা পুলিশ।
এর আগে ভণ্ড ফকির আবুল বৃষ্টিকে বিয়ের জন্য পারিবারিকভাবে প্রস্তাবে দেন। এতে বৃষ্টি ও তার বাবা-মা রাজি না হওয়ায় রোববার (৫ নভেম্বর) দুপুর ২টার দিকে নির্জন বাড়িতে পরিকল্পিতভাবে বৃষ্টিকে ধারালো অস্ত্র দিতে গলাকেটে হত্যা করে পালিয়ে যান আবুল ফকির। বৃষ্টির হরিরামপুর উপজেলার বাল্লা ইউনিয়নের সরফদিনগরের দিনমজুর রমজান আলীর মেয়ে।
এ ঘটনায় বৃষ্টির মা বাদী হয়ে হরিরামপুর থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় আবুলকে গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠায় পুলিশ।
বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭
এএটি