মঙ্গলবার (০৭ নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুক্তি ফিলিং স্টেশনের সামনে এ দুঘর্টনা ঘটে। নাছিরের বাড়ি কুমিল্লা সদরের ছিদ্দিরপুর এলাকায় ও তার ছেলে নাজমুল কোটবাড়ী বার্ড স্কুলের ছাত্র।
স্থানীয় সূত্র জানায়, সকালে জাগুরঝুলি এলাকার মুক্তি ফিলিং স্টেশনের সামনে তিশা পরিবহনের একটি বেপোরোয়া গতির বাস মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে দুটি গাড়িই উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় পথচারি নাছির ও তার ছেলে স্কুলছাত্র নাজমুলসহ চার জন গুরুতর আহত হন। এতে ঘটনাস্থলেই নাজমুলের মৃত্যু হয়। পরে দুপুরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে নাছিরেরও মৃত্যু হয়।
ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুব বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭
টিএ