সমাপনী দিনে বিকেল সাড়ে ৪টায় মেলায় সংবাদ সম্মেলনে বরিশাল আঞ্চলিক কর কমিশনার মো. জাহিদ হাছান জানান, মেলার শেষদিন বিকেল ৪টা পর্যন্ত বরিশাল বিভাগে সর্বমোট আদায়কৃত আয়করের পরিমাণ ৬ কোটি ২০ লাখ ৪৯ হাজার ৭০৭ টাকা। যা গত বছর ছিল চার কোটি ৭৬ লাখ ৮০ হাজার ৪২৯ টাকা।
তিনি বলেন, সপ্তাহব্যাপী এ আয়োজন বিগত সময়ের সবকিছুকে ছাড়িয়ে গেছে। গত বছর যেখানে ৬টি জেলায় মোট ৯৩ হাজার ৭৮২ জন সেবা গ্রহণ করেছেন। সেখানে এ বছর সাতদিন ব্যাপী এ মেলায় বরিশাল কর অঞ্চলের ৬টি জেলায় মোট সেবা গ্রহণ করেছেন ১ লাখ হাজার ৯৮৪ জন করদাতা।
এছাড়াও মেলা থেকে প্রাপ্ত রির্টানের সংখ্যা ১০ হাজার ৪০টি, যা গত বছর ছিল ৬ হাজার ৫৩৭ টি। পাশাপাশি এ বছর প্রায় ১ হাজার জন নতুন ইলেক্ট্রনিক ট্যাক্স আইডেনটিফিকেশন নাম্বার (ই-টিআইএন) গ্রহণ করেছেন।
তিনি আরও বলেন, আমাদের চলতি বছরের কর মেলায় ছয় কোটি টাকার কর আদায়ের টার্গেট ছিল, যার অনুকূলে ৯৫ হাজার করদাতাকে সেবা দেওয়া ও আট হাজার রিটার্ন প্রাপ্তি হওয়ার চিন্তা-ভাবনা করেছিলাম। কিন্তু টার্গেট অতিক্রম করে ফেলেছি, এতে মনে হলো মানুষ স্বতস্ফূর্তভাবে কর মেলায় এসেছেন। বিভাগের মধ্যে বরিশাল জেলা সর্বোচ্চ অবস্থানে রয়েছে। এ জেলায় ৪৩৭ জন নতুন ই-টিআইএন ও সর্বোচ্চ ৬৫ হাজার ২৬৮ জন সেবা গ্রহণ করেছেন। পাশাপাশি এ জেলার প্রাপ্ত রিটার্ন সংখ্যা ৫ হাজার ৪৪৩টি এবং আদায়কৃত করের সংখ্যা চার কোটি ২ লাখ ৬৩ হাজার ১৩ টাকা যা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।
‘উদ্ভাবনে বাড়বে কর, দেশ হবে স্বনির্ভর’এ স্লোগানে জাতীয় রাজস্ব বোর্ড ও বরিশাল কর অঞ্চলের আয়োজনে বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলায় এ আয়কর মেলা অনুষ্ঠিত হয়।
গত ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত মাস ব্যাপী ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে আয়কর বিভাগ। যার মধ্যে বুধবার (৮ নভেম্বর) শ্রেষ্ঠ করদাতাদের পুরষ্কৃত করা হবে এবং চলতি মাসের শেষ সপ্তাহে কর সপ্তাহ পালন করা হবে। যেখানে কর দেওয়ার সুবিধা রাখা হবে বলে জানিয়েছেন সহকারী কর কমিশনার মেহেদী মাসুদ ফয়সাল।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭
এমএস/আরআইএস/