পার্বতীপুর (দিনাজপুর): পার্বতীপুরে মেসার্স বার্মা ফিলিং স্টেশনে জ্বালানী তেলবাহী একটি লরির ট্যাংকার থেকে আল আমিন (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি পার্বতীপুর পৌর এলাকার গুলপাড়ার ভ্যানচালক আফসার আলীর ছেলে।
মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা গেছে, পার্বতীপুর শহরের মেসার্স বার্মা ট্রেডার্সের মালিকানাধীন ১০/১২টি তেলবাহী ট্যাংক লরি রয়েছে।
আল আমিন এর একটি লরিতে হেলপার হিসেবে কাজ করতেন। রোববার (৬ নভেম্বর) সকালে আল আমিন কাজে যান। রাতে তিনি না ফেরায় পরিবারের লোকজন খুঁজতে শুরু করেন। খোঁজাখুজির পরে মঙ্গলবার দুপুরে লরির ট্যাংকারের ভেতরে তার মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পার্বতীপুর মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল হক প্রধান বাংলানিউজকে জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭
এসআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।