ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালেন স্বামী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৭
হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালেন স্বামী

গাজীপুর: গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নাজমা আক্তার (২১ নামে) এক গৃহবধূর মরদেহ রেখে পালিয়ে গেছেন তার স্বামী শরীফ হোসেন (৩০)। সেজন্য তার মৃত্যু ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে হাসপাতালে গিয়ে নাজমার মরদেহ পান তার স্বজনরা। তিনি ছিলেন জেলার শ্রীপুর উপজেলার রাজাবাড়ি মালিপাড়া এলাকার চান মিয়ার মেয়ে।

আর শরীফ হোসেন কাপাসিয়া উপজেলার নলগাঁও মৈশা দমদমা এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।

নাজমার ফুপা আবুল কালাম বাংলানিউজকে জানান, দুই বছর আগে শরীফ হোসেনের সঙ্গে নাজমা আক্তারের বিয়ে হয়। ৭-৮ দিন আগে গাড়ি কেনার জন্য শ্বশুরের কাছ থেকে শরীফ দুই লাখ টাকা এনে দিতে নাজমাকে চাপ দেন। এ নিয়ে সোমবার (৬ নভেম্বর) রাতে তাদের মধ্যে ঝগড়া হয়।  

মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে শরীফসহ তার বাড়ির লোকজন অসুস্থ অবস্থায় নাজমাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যায়। পরে চিকিৎসকরা নাজমাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে স্বজনরা হাসপাতালে গিয়ে নাজমাকে মৃত অবস্থায় দেখতে পান।  

আবুল কালাম বলেন, আমাদের পৌঁছানোর আগেই নাজমার স্বামী শরীফ ও তার স্বজনরা মরদেহ হাসপাতালে রেখে পালিয়ে গেছেন।  

এ বিষয়ে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস বাংলানিউজকে জানান, মৃত্যুর কারণ জানা যায়নি। বুধবার (৮ নভেম্বর) মরদেহের ময়নাতদন্ত করা হবে। পরে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।  

বাংলাদেশ সময়: ২২৩২ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭।     
আরএস/এইচএ/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।