ঠাণ্ডাজনিত রোগে ঝিনাইদহে একদিনে ৭৫ শিশু হাসপাতালে
ঝিনাইদহ: ঝিনাইদহে নিউমোনিয়াসহ বিভিন্ন ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৭৫ জন শিশু সদর হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়া গত তিন দিনে হাসপাতালের বর্হিবিভাগে চিকিৎসা নিয়েছে ছয় শতাধিক শিশু।
সরেজমিনে দেখা যায়, সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে আটটি বেড থাকলেও রোগী ভর্তি রয়েছে ৭৫ জন। জায়গা না থাকায় একটি বেডে দুই শিশু বা বারান্দায় অনেক শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন হাসপাতালের চিকিৎসক ও নার্সরা।
ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. আইয়ুব আলী বাংলানিউজকে জানান, প্রতিদিন গড়ে ২০০ শিশু হাসপাতালের বর্হিবিভাগে চিকিৎসা নিচ্ছে। এদের মধ্যে যাদের অবস্থা গুরুতর তাদের ভর্তি করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
এনটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।