ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

শনিবার জাদুঘরে গাইবেন খায়রুল আনাম শাকিল

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৭
শনিবার জাদুঘরে গাইবেন খায়রুল আনাম শাকিল খায়রুল আনাম শাকিল

ঢাকা: রাজধানীর জাতীয় জাদুঘরে নজরুলগীতি পরিবেশন করবেন দেশের অন্যতম শিল্পী খায়রুল আনাম শাকিল। 

শনিবার (১১ নভেম্বর) অনুষ্ঠানটি আয়োজন করেছে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার। শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে, কবি সুফিয়া কামাল অডিটোরিয়ামে।

অনুষ্ঠানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত।

বাংলাদেশের সঙ্গীত ভুবনে একজন অনন্য প্রতিভা খায়রুল আনাম শাকিল। মূলত নজরুলের অনবদ্য সৃষ্টিই এ শিল্পীকে এনে দিয়েছে সুনাম।  

লন্ডনে প্রকৌশলবিদ্যায় পড়াশোনা করলেও ছোট থেকেই হতে চেয়েছিলেন একজন সঙ্গীতশিল্পী। নজরুলগীতির চর্চা এবং তা প্রসারে রয়েছে এ শিল্পীর অপরিসীম সাধনা, মমতা ও ভালোবাসা।  

খায়রুল আনাম শাকিল বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের একজন সম্মানিত শিল্পী। তিনি কলকাতাভিত্তিক টেলিভিশন চ্যানেল তারা মিউজিকেও নিয়মিত অংশ নেন। দেশ-বিদেশের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি নজরুলগীতি পরিবেশন করেছেন।  

খায়রুল আনাম বর্তমানে নজরুল ইন্সটিটিউটের ট্রাস্টি বোর্ডের একজন সদস্য। এছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যারয় সঙ্গীত বিভাগের একজন ফ্যাকাল্টি মেম্বার।  

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
এনএইচটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।