ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ভাণ্ডারিয়ায় নকল সরবরাহের দায়ে ২ শিক্ষকের কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৭
ভাণ্ডারিয়ায় নকল সরবরাহের দায়ে ২ শিক্ষকের কারাদণ্ড

পিরোজপুর: পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের দায়ে দুই শিক্ষককে ছয় মাস করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (০৮ নভেম্বর) সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিন আক্তার সুমি এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত শিক্ষকরা হলেন- মো. হারুন অর রশিদ ও এসএম কামরুল ইসলাম।

হারুন উপজেলার দারুল মোহাম্মদ আদর্শ বালিকা মাদ্রাসার সুপার ও কামরুল পৈকখালী মেমোরিয়াল আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক।

এসময় পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় চার পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত চার পরীক্ষার্থী হলো-খাদিজা আক্তার, নাসরিন আক্তার, ইমা আক্তার ও নিপা আক্তার।  

পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা যায়, বুধবার জেডিসি বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষায় ভাণ্ডারিয়া শাহাবুদ্দিন সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে অভিযুক্ত ওই দুই শিক্ষক বহিষ্কৃত চার পরীক্ষার্থীর মধ্যে নকল সরবরাহ করছিলেন। এসময় ইউএনও শাহিনা আক্তার সুমি পরীক্ষা কক্ষে ঢুকে হাতে-নাতে ওই দুই শিক্ষককে আটক করেন এবং চার পরীক্ষার্থীর কাছে থাকা নকল জব্দ করেন। তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত দুই শিক্ষককে ছয় মাস করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এসময় কেন্দ্র সচিব এসএম সিদ্দিকুর রহমান চার পরীক্ষার্থীকে বহিষ্কার করেন।

ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বাংলানিউজকে জানান, দণ্ডপ্রাপ্ত দুই শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।