ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে জেএসসি পরীক্ষার্থীকে কুপিয়েছে সন্ত্রাসীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৭
গোপালগঞ্জে জেএসসি পরীক্ষার্থীকে কুপিয়েছে সন্ত্রাসীরা

গোপালগঞ্জ: গোপালগঞ্জে শাহরিয়ার রহমান অভি (১৩) নামে এক জেএসসি পরীক্ষার্থীকে কুপিয়েছে সন্ত্রাসীরা। বুধবার (৮ নভেম্বর) দুপুরে শহরের বীণাপানি স্কুল পরীক্ষা কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

আহত পরীক্ষার্থী গোপালগঞ্জ সদর উপজেলার তেলাগাতী গ্রামের অছিকুর রহমান শেখের ছেলে। সে কাঠি স্কুল থেকে জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।

আহত ওই শিক্ষার্থী বলে, তামিম নামে এক সহপাঠীর সঙ্গে আমার দ্বন্দ্ব ছিলো। সে ৩/৪ জন যুবকের সঙ্গে এসে আমাকে দেখিয়ে দিয়ে চলে যায়। তখন কিছু বুঝে ওঠার আগেই ওই যুবকরা আমাকে মারধর শুরু করে। একপর্যায়ে তারা কাছে থাকা ছুরি দিয়ে আমাকে কোপায়। এতে আমার হাত ও পেটে জখম হয়।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম ফারুক জানিয়েছেন, বিষয়টি শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, ০৮ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।