ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় ১৪০ কেজি গাঁজাসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৭
কুমিল্লায় ১৪০ কেজি গাঁজাসহ আটক ১ কুমিল্লায় ১৪০ কেজি গাঁজাসহ আটক ১

কুমিল্লা: কুমিল্লা সদর উপজেলার আলেখারচর ব্রিজের ওপর থেকে ১৪০ কেজি গাঁজাসহ মো. মফিজ (৪০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে কুমিল্লা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

বুধবার (৮ নভেম্বর) সকালে তাকে আটক করা হয়। মো. মফিজ সদর উপজেলার যশপুর এলাকার সুলতান আহাম্মদের ছেলে।

বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কুমিল্লা ডিবি পুলিশ জানায়,  সকালে আলেখারচর এলাকায় অভিযান চালিয়ে সাত বস্তা ভর্তি ১৪০ কেজি গাঁজাসহ মফিজকে আটক করা হয়। তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।