ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় বাস চালককে চড় দেওয়ায় এসআই ক্লোজড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৭
গাইবান্ধায় বাস চালককে চড় দেওয়ায় এসআই ক্লোজড

গাইবান্ধা: গাইবান্ধায় বাস চালককে চড় দেওয়ায় সাঈদ নামে জেলা কোর্ট পুলিশের এক উপ পরিদর্শকে (এসআই) ক্লোজ করা হয়েছে।

বুধবার (০৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে তাকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

এর আগে সকালে জেলা বাস টার্মিনালে মামুন মিয়া নামে এক বাস চালককে চড় দেন এসআই সাঈদ।

বাস চালক মামুন অভিযোগ করে বলেন, সকালে রংপুর থেকে বাস চালিয়ে গাইবান্ধা আসছিলেন। বাসটি টার্মিনালে থামালে হঠাৎ এসআই সাঈদ এসে রাস্তায় সাইড দেওয়ার কথা বলে তাকে চড় মারেন।

এ ঘটনায় টার্মিনালে থাকা বাস শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে কয়েক মিনিট সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাঁন মো. শাহরিয়ার বাংলানিউজকে জানান, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ অভিযুক্ত কোর্ট পুলিশের এসআই সাঈদকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।