বুধবার (০৮ নভেম্বর) দুপুরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়।
নিহত নাঈম গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া গ্রামের খলিল মৃধার ছেলে ও উপজেলার কলাগাছিয়া সেকান্দার আলী চৌধুরী ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
এর আগে, মঙ্গলবার (০৮ নভেম্বর) রাতে আহত ওই যুবককে উন্নত চিকিৎসার জন্য গলাচিপা থেকে বরিশাল নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (০৮ নভেম্বর) বিকেলে উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ লামনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় একদল যুবক ক্রিকেট খেলছিল। খেলার এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে বাক-বিতাণ্ডা হয়। এ সময় মাসুম মোল্লাসহ বেশ কয়েকজন যুবক উত্তেজিত হয়ে পড়ে। পরে তাদের মধ্যে একজন ক্রিকেটের ব্যাট দিয়ে নাঈমের মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হলে তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বাংলানিউজকে জানান, নাঈমকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল নেওয়ার পথে তার অবস্থার অবনতি হয়। পরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পটুয়াখালী সদর থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে। দুপুরে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
এমএস/আরআইএস/