বুধবার (০৮ নভেম্বর) দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বাংলানিউজকে জানান, উপজেলার কাগাপাশা ও হায়দারপুর গ্রামবাসীর একটি জলমহাল নিয়ে বিরোধ চলে আসছিল।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১৫ রাউন্ড টিয়ার গ্যাস ও ১৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। পরে সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৪ জনকে আটক করা হয়।
বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
আরবি/