বুধবার (০৮ নভেম্বর) দুপুরে উপজেলার পশ্চিম সানানগর গ্রামে বাড়ির পাশের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আবু সাঈদ উপজেলার পশ্চিম সানানগর গ্রামের কাচাঁমাল ব্যবসায়ী মমিন মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার (০৭ নভেম্বর) দুপুরে থেকে আবু সাঈদ নিখোঁজ হয়। বুধবার দুপুরে বাড়ির পাশের পুকুরে আবু সাঈদের মরদেহ ভেসে উঠে। পরে স্থানীয়রা পুকুর থেকে তার মরদেহটি উদ্ধার করে।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মৃধা বাংলনিউজকে জানান, এ বিষয়ে কেউ পুলিশকে অবগত করেনি।
বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
এনটি