ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

‘দক্ষিণ দেখছি, উত্তরও দেখবো’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৭
‘দক্ষিণ দেখছি, উত্তরও দেখবো’ বক্তব্য দিচ্ছেন ডিএসএসসি’র মেয়র সাঈদ খোকন। ছবি: বাংলানিউজ

ঢাকা: অসুস্থ হয়ে প্রায় চারমাস ধরে দেশের বাইরে চিকিৎসাধীন আছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। তার অনুপস্থিতিতে উত্তরের বেশ কিছু কাজ আলোর মুখ দেখেনি।

সেগুলোর মধ্যে রয়েছে রাজধানীতে ৫ কোম্পানির অধীনে সাড়ে ৪ হাজার বাস নামানো, ইউলুপ নির্মাণসহ বেশ কিছু জনগুরুত্বপূর্ণ কাজ। বেশ কিছু রাস্তারও বেহালদশা, তবে সংস্কার কাজ চলছে।

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন একের পর এক উন্নয়নমূলক কাজের উদ্বোধন করছেন। বুধবার (০৮ নভেম্বর) পুরান ঢাকার আগা সাদেক রোডের ‘বাংলাদেশ মাঠে’ জনতার মুখোমুখি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অনেকটা হাসির ছলে সরল জবাব দেন তিনি, ‘দক্ষিণ দেখছি, হাতে সময় থাকলে উত্তরও দেখবো’।

অনুষ্ঠানে ৭ কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে বাংলাদেশ মাঠ এবং ২ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন মাঠ ও পার্কের উন্নয়ন কাজের উদ্বোধন করেন মেয়র সাঈদ খোকন। স্থানীয় এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে আগা সাদেক রোডের নাম সাবেক কাউন্সিলর মরহুম নাজির হোসেনের নামে ও সিক্কাটুলী পার্কের নাম মরহুম খালেক সরদারের নামে করা হবে বলেও ঘোষণা দেন তিনি।

মেয়র বলেন, ‘আমাদের দক্ষিণের ৮৫ শতাংশ রাস্তাই ভালো। এবারের বৃষ্টিতে যেসব রাস্তা নষ্ট হয়েছে, সেগুলোর সংস্কার কাজ এই শুষ্ক মৌসুমেই শেষ করে দেবো, মানুষের চলাচলের উপযোগী করে তুলবো’।

‘উত্তরেও কিছু কিছু রাস্তা নষ্ট হয়ে গেছে। আমি উত্তরের প্যানেল মেয়র ওসমান গণির সঙ্গে কথা বলে দ্রুত ভাঙা-চোরা রাস্তা সংস্কারের জন্য বলবো। তিনি সেটা করবেন বলে আশা করছি’।
 
সাঈদ খোকন বলেন, ‘রাজধানীর জলাবদ্ধতা নিরসনে আমরা সকল খাল উদ্ধারের ঘোষণা দিয়েছি, অতি অল্প সময়ের মধ্যে তা করবো। এরই মধ্যে অভিযান শুরু হয়েছে, সব খাল উদ্ধার না হওয়া পর্যন্ত চলবে। এ বিষয়ে আগামী ১২ নভেম্বর বিভিন্ন বিভাগের প্রধানদের নিয়ে নগর ভবনে সমন্বয় সভা হবে। সেখান থেকেই পরবর্তী কার্যক্রম শুরু হবে’।

গত ঈদ-উল আযহার আগে কোরবানির পশুর বর্জ্য অপসারণ নিয়ে যৌথ সংবাদ সম্মেলন করে একযোগে কাজ শুরুর পদক্ষেপ নেয় দুই সিটি করপোরেশন।

৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইলিয়াস রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে ডিএসসিসি’র প্রধান নির্বাহী (সিইও) খান মোহাম্মদ বিলাল, প্রধান প্রকৌশলী সাহাবুদ্দিন আহমেদ, ডিপিডিসি’র প্রতিনিধি, ওয়াসার প্রতিনিধি এবং বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
এসএম/এএসআর
**
৫ কোম্পানির অধীনে বাস চলাচল বাস্তবায়ন করবে ডিএসসিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।