ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সুনামগঞ্জে মদ, কয়লা ও মোটরসাইকেল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৭
সুনামগঞ্জে মদ, কয়লা ও মোটরসাইকেল জব্দ

সুনামগঞ্জ: সুনামগঞ্জ সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মদ, কয়লা ও মোটরসাইকেল জব্দ করেছে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।

বুধবার (০৮ নভেম্বর) ভোর থেকে বিকেল পর্যন্ত সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়। পরে সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যেমে বিজিবি বিষয়টি জানায়।

বিজ্ঞপ্তিতে সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল নাসির উদ্দিন আহমেদ জানান, ভোরে তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী চারাগাঁওয়ের বাঁশতলা এলাকায় ৯৬ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ জব্দ করা হয়। জব্দকৃত মদগুলোর বাজার মূল্য ১ লাখ ৪৪ হাজার টাকা। এদিকে, লালঘাট এলাকায় থেকে ১৫০০ কেজি ভারতীয় কয়লা জব্দ করা হয়। এর আনুমানিক মূল্য ১৯ হাজার ৫০০ টাকা।

এদিকে, বুধবার বিকেলে বাঁশতলা এলাকা থেকে ২ হাজার ১৬০ কেজি ভারতীয় কয়লা জব্দ করা হয়। এর আনুমানিক বাজার মূল্য ২৮ হাজার ৮০ টাকা। এছাড়া জেলার মধ্যনগর থানার বাংগালভিটা এলাকা থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এসব ব্যাপারে মামলা করে পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।