ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

শাহজালালে সিভিল অ্যাভিয়েশনকর্মীসহ গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৭
শাহজালালে সিভিল অ্যাভিয়েশনকর্মীসহ গ্রেফতার ২

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণ চোরাচালানকালে সিভিল অ্যাভিয়েশনের সিকিউরিটি স্টাফ রেজাউল করিম ও যাত্রী কুদ্দুসকে হাতেনাতে গ্রেফতার করেছে শুল্ক গোয়েন্দা। 

বুধবার (৮ নভেম্বর) সন্ধ্যায় বাংলানিউজকে বিষয়টি জানান শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান।

তিনি বাংলানিউজকে বলেন, রিয়াদ থেকে বিকেলে বিজি ০৪০ যোগে আসা কুদ্দুস (৩০) নামে যাত্রী কাস্টমস হলের ৫ নম্বর বেল্টের কাছে টয়লেটের ভেতর সিভিল অ্যাভিয়েশন স্টাফের কাছে স্বর্ণ হস্তান্তর করার সময় শুল্ক গোয়েন্দা তাদের হাতেনাতে গ্রেফতার করে।

 

মইনুল খান আরও বলেন, তাদের এখন বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এমনকি তারা এর আগে এমন কাজ করেছেন কিনা সেটাও জানার চেষ্টা চলছে।

মঙ্গলবারও শাহজালালে শুল্ক গোয়েন্দা বিমানের নিরাপত্তাকর্মীসহ তিনজনকে একই কারণে গ্রেফতার করে।  

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৭
এডজে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।