ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

শীতলক্ষ্যায় বিআইডব্লিউটিএ’র উচ্ছেদ অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৭
শীতলক্ষ্যায় বিআইডব্লিউটিএ’র উচ্ছেদ অভিযান শীতলক্ষ্যায় বিআইডব্লিউটিএ’র উচ্ছেদ অভিযান

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে সৈয়দপুর এলাকায় শীতলক্ষ্যা নদী ও শাখা খাল ভরাটে উচ্ছেদ অভিযান চালিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। 

বুধবার (৮ নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত অবৈধভাবে ভরাট করা তীরভূমি রক্ষায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় একটি এক্সকেভেটরে মেশিন (ভেকু) দিয়ে নদীর তীর ভরাটের কাজে ব্যবহৃত একটি ড্রেজার ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

এছাড়া অন্তত চারটি জেটি উচ্ছেদ করা হয়। ভরাট করা অংশ সরিয়ে নিতে সাতদিনের আলটিমেটামও দেওয়া হয়েছে।

বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক মো. গুলজার আলীর তত্ত্বাবধায়নে ও উপ-পরিচালক শহীদউল্যাহর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন- সহকারী পরিচালক শিরিন আক্তার ও মো. শাহ আলমসহ বিআইডব্লিউটিএ’র অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং বিপুল সংখ্যক আনসার সদস্য।

যুগ্ম-পরিচালক গুলজার আলী বাংলানিউজকে বলেন, উচ্ছেদ অভিযানে একটি ড্রেজারও কয়েকটি জেটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

তিনি বলেন, নদী দখলকারীরা যতোই শক্তিশালী হোক না কেনো তাদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। নদীকে দখলমুক্ত রাখতে বিআইডব্লিউটিএ বদ্ধপরিকর।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।