ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

তারাকান্দায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৭
তারাকান্দায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা তারাকান্দায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৮ নভেম্বর) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ আলম এ জরিমানা করেন।

সহকারী পরিচালক শাহ আলম বাংলানিউজকে জানান, অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় লোকনাথ মেডিক্যাল হলকে ৫ হাজার টাকা, তিন তারা সুইটমিটকে ১০ হাজার, বিশ্বাস ফার্মেসিকে ২০ হাজার টাকা, ইব্রাহিম ফলের দোকানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
এমএএএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।