বুধবার (০৮ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক দোকনপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আব্দুস সামাদ শেখ নাটোরের নলডাঙ্গা থানার মাতনগর এলাকার মৃত আরমান শেখের ছেলে।
নিহতের মেয়ের জামাতা শাহীন শেখ বাংলানিউজকে জানান, কালিয়াকৈর উপজেলার কামরাঙ্গীচালা এলাকায় ফজল মিয়ার বাড়িতে সপরিবারে ভাড়া থেকে অটোরিকশা চালাতেন সামাদ শেখ। সন্ধ্যায় মৌচাক থেকে বাসায় ফেরার পথে দোকানপাড় এলাকায় পৌঁছালে গাজীপুরগামী একটি পিকআপ তার অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সামাদ শেখ মারা যান।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার বাংলানিউজকে জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় আব্দুস সামাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
আরএস/এনটি