ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মোহাম্মদপুর থেকে উদ্ধার যুবকের ঢামেকে মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৭
মোহাম্মদপুর থেকে উদ্ধার যুবকের ঢামেকে মৃত্যু

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার সাব্বির হোসেন (২৮) নামে এক যুবকের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যু হয়েছে।

বুধবার (৮ নভেম্বর) দুপুরে ঢামেকের ১০০ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়।

মৃত সাব্বিরের বাবা গোলাম সারোয়ার বাংলানিউজকে বলেন, 'তারা রায়েরবাজার  সুলতানগঞ্জ এলাকায় থাকে।

তার দুই মেয়ে একমাত্র ছেলে সাব্বির। সাব্বির আমার ওষুধের দোকান দেখভাল করতো। মঙ্গলবার (০৭ নভেম্বর) সকাল ১০টায় সাব্বির বাসা থেকে বেরিয়ে যায়। তারপর থেকে তাকে আর পাওয়া যায়নি। পুলিশের মাধ্যম সংবাদ পেয়ে ঢামেকে এসে ছেলের মরদেহ শনাক্ত করি’।

সাব্বিরের পরিবার অভিযোগ, সাব্বিরকে হত্যা করা হয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে তা পুলিশ বের করবে বলে জানায় তারা।

মোহাম্মদপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. খোরশেদ আলম জানান,  সকালের দিকে রায়েরবাজার পুলপার বটতলা মসজিদের সামনের রাস্তা ওপর থেকে রক্তাক্ত অবস্থায় সাব্বিরকে উদ্ধার করে ঢামেকে নিয়ে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন তার মৃত্যু।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন মীর বাংলানিউজকে জানান, সাব্বির মাদকাসক্ত ছিলো। তবে তার শরীরসহ মাথায় আঘাত ছিলো। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যু সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
এজেডএস/এএটি          

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।