ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে এক ব্যবসায়ীর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৭
গোপালগঞ্জে এক ব্যবসায়ীর কারাদণ্ড

গোপালগঞ্জ: গোপালগঞ্জে জেএসসি পরীক্ষার উত্তরপত্র ফটোকপি করে বিক্রি করার দায়ে সুরেশ বিশ্বাস (৩০) নামে এক ব্যবসায়ীকে দুই বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ওই ব্যবসায়ীর ফটোকপির দোকানও সিলগালা করা হয়েছে।

বুধবার (০৮ নভেম্বর) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী-সাহাপুর সম্মিলনী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালতের বিচারক আরডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. তাছলিমা আলী এ দণ্ডাদেশ দেন।

গোপালগঞ্জের বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. সাজেদুর রহমান বাংলানিউজকে জানান, বৌলতলী-সাহাপুর সম্মিলনী উচ্চ বিদ্যালয়ে জেএসসি পরীক্ষা কেন্দ্রে তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি বিষয় পরীক্ষার উত্তরপত্র ফটোকপি করে সুরেশ বিশ্বাস বিক্রি করছিলেন।

এমন খবর পেয়ে পুলিশ তার দোকানে অভিযান চালিয়ে উত্তরপত্রসহ তাকে আটক করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হলে বিচারক সুরেশ বিশ্বাসকে দুই বছরের কারাদণ্ডাদেশ দেন।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।