বুধবার (০৮ নভেম্বর) বিকেলে সদর উপজেলার হুগোলবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা করা। শুকুর ওই গ্রামের বাসিন্দা।
র্যাব-৫ নাটোর কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার শেখ আনোয়ার বাংলানিউজকে জানান, শুকুর একজন চিহ্নিত মাদক বিক্রেতা। গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে হুগোলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
আরবি/