বুধবার (০৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় মাধবপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোকলেছুর রহমান এ দণ্ডাদেশ দেন।
রফিকুল ইসলাম মির্জাপুর গ্রামের নূর হোসেনের ছেলে।
ইউএনও বাংলানিউজকে জানান, সন্ধ্যায় উপজেলার আন্দিউড়া এলাকায় এক স্কুলছাত্রী প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার উদ্দেশে তার ছোট ভাইকে নিয়ে রফিকুলের টমটমে উঠে। টমটমে কেউ না থাকার সুযোগে রফিকুল ওই স্কুলছাত্রীকে শ্লীলতাহানীর চেষ্টা করেন। এসময় তার ছোট ভাইয়ের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে রফিকুলকে মারধর করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হলে বিচারক ছয় মাসের কারদণ্ডাদেশ দেন।
বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৮
এনটি