ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

লাকসামে নবম শ্রেণির ছাত্রী ধর্ষণের চেষ্টার দায়ে আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৭
লাকসামে নবম শ্রেণির ছাত্রী ধর্ষণের চেষ্টার দায়ে আটক ১ লাকসামে নবম শ্রেণির ছাত্রী ধর্ষণের চেষ্টার দায়ে আটক। ছবি: বাংলানিউজ

কুমিল্লা: কুমিল্লার লাকসাম উপজেলায় নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গোলাপ হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার ৩নং কান্দিরপাড় ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়।

আটক গোলাপ উপজেলার উত্তর কান্দিরপাড় গ্রামের আনু মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ নভেম্বর) দিনগত রাতে নবম শ্রেণির এক ছাত্রীর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করে একই গ্রামের আনু মিয়ার ছেলে গোলাপ। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে গোলাপকে আটক করে। পরে স্থানীয়রা বিকেলে তাকে পুলিশে সোপর্দ করে।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, র্ধষণের চেষ্টার অভিযোগে গোলাপকে আটক করা হয়েছে।  

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি মাহফুজ।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।