ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাকে অস্ত্র-গুলি উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৭
বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাকে অস্ত্র-গুলি উদ্ধার বেনাপোল বন্দরে তল্লাশি

বেনাপোল (যশোর): বেনাপোল স্থলবন্দরে আমদানি পণ্যবাহী ভারতীয় ট্রাকে আগ্নেয়াস্ত্রের চালান আসার খবর পেয়ে তল্লাশি শুরু হয়েছে। এ পর্যন্ত একটি বিদেশি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে কর্তৃপক্ষ।

বুধবার (০৮ নভেম্বর) রাত সাড়ে ৮টায় পণ্যের একটি রোলের পাশ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার হয়।

বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিব বাংলানিউজকে জানান, বিজিবির কাছে গোপন খবর আসে বেনাপোল বন্দরের ভারতীয় ট্রাক টার্মিনালে ভারতীয় (wb-23c- 0373) ট্রাকে আমদানি পণ্যের সাথে ৫টি আগ্নেয়াস্ত্র রয়েছে।

 

পরে কাস্টমস, বন্দর, বিজিবি, পুলিশসহ বিভিন্ন সংস্থার উপস্থিতে ট্রাক থেকে রাত পৌনে ৮টায় পণ্য খালাস শুরু হয়। এ সময় একটি কাগজের রোলের পাশ থেকে একটি বিদেশি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলি পাওয়া যায়। ট্রাকটিতে থাকা অন্যান্য মালের মধ্যেও তল্লাশি চলছে। তল্লাশি শেষ হতে প্রায় দুই ঘণ্টা সময় লাগবে বলেও জানান এসআই হাবিব।

প্রশাসনিক সংস্থার উপস্থিতির খবর পেয়ে ট্রাক থেকে আগেই পালিয়ে গেছেন চালক। ওই ট্রাকের পণ্য চালানের আমদানিকারক ঢাকার ইউনিয়ন লেবেল এক্সসারিজ লি. এবং সিআ্যান্ডএফ এজেন্ট বেনাপোলের সনিয়া এন্টারপ্রাইজ।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
এজেডএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।