জানা যায়, মঙ্গলবার (০৭ নভেম্বর) দিনগত রাত তিনটায় বাথরুমে পড়ে যান তিনি। পরে বুধবার (০৮ নভেম্বর) বেলা দেড়টায় তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, বাথরুমে পড়ে পায়ে মোচড়ের ঘটনায় তার (প্রিয়ভাষিণী) গোড়ালির হাড় সরে যায়। এছাড়া উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসে ভুগছেন তিনি। আঘাত পাওয়া পায়ের চিকিৎসা করার সময় তার দুইবার হার্ট শক হয়েছে। ব্যাথা বা ভয় থেকে এটা হয়েছে। যাকে চিকিৎসাবিজ্ঞানে বলা হয় ভেসোভেগাল শক। যে কারণে সিসিইউ’তে রাখা হয়েছে।
ল্যাবএইডের অধ্যাপক বরেণ চক্রবর্তী ও অধ্যাপক আমজাদ হোসেনের অধীনে চিকিৎসা চলছে মুক্তিযোদ্ধা-ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীর।
ল্যাবএইডের সহকারী ব্যবস্থাপক সাইফুর রহমান লেনিন বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীর ২০০৬ সালে একবার বাইপাস করা হয়।
১৯৪৭ সালের ১৯ ফেব্রুয়ারি খুলনায় জন্ম ফেরদৌসী প্রিয়ভাষিণীর। ১৯৭১ সালে তিনি পাকিস্তানি বাহিনীর হাতে নির্যাতিত হন।
স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য ২০১৬ সালে বাংলাদেশ সরকার তাকে মুক্তিযোদ্ধা খেতাব দেয়। এর আগে ২০১০ সালে তিনি বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান স্বাধীনতা পদক পান।
২০১৪ সালে একুশের বইমেলায় তার আত্মজৈবনিক গ্রন্থ ‘নিন্দিত নন্দন’ প্রকাশিত হয়।
বাংলাদেশ সময়: ২৩১০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
এমএন/এমআইএস/জেডএস