ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটি গঠন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৭
ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটি গঠন

ঢাকা: ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত পেশাদার সাংবাদিকদের নিয়ে ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজারের একটি রেস্তোরাঁয় গাজীপুর জেলার সাংবাদিকদের উপস্থিতিতে একটি বিশেষ সভায় আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে এ সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।
 
সভায় সর্বসম্মতিক্রমে চ্যানেল টোয়েন্টিফোরের ফয়সাল আলমকে আহ্বায়ক ও দৈনিক দিনকালের রাশেদুল হককে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির সদস্যরা হলেন- শেখ মঞ্জুর বারী মঞ্জু (দৈনিক উন্নয়ন বার্তা), আনিছুর রহমান তপন (দৈনিক আমাদের অর্থনীতি), মাসুদ আলম (দৈনিক আমাদের অর্থনীতি), কামরুন্নাহার (ফিন্যন্সিয়াল এক্সপ্রেস), সোহেল মামুন (ঢাকা ট্রিবিউন) এস এম নূর মোহাম্মদ (দৈনিক আমাদের অর্থনীতি) ও সাইফুল ইসলাম (সরাসরি)।
 
আহ্বায়ক কমিটি আগামী তিনমাসের মধ্যে একটি সাধারণ সভার মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে সভায় সিদ্ধান্ত হয়।

বাংলাদেশ সময়: ০০২৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
ইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।