সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজারের একটি রেস্তোরাঁয় গাজীপুর জেলার সাংবাদিকদের উপস্থিতিতে একটি বিশেষ সভায় আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে এ সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।
সভায় সর্বসম্মতিক্রমে চ্যানেল টোয়েন্টিফোরের ফয়সাল আলমকে আহ্বায়ক ও দৈনিক দিনকালের রাশেদুল হককে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্যরা হলেন- শেখ মঞ্জুর বারী মঞ্জু (দৈনিক উন্নয়ন বার্তা), আনিছুর রহমান তপন (দৈনিক আমাদের অর্থনীতি), মাসুদ আলম (দৈনিক আমাদের অর্থনীতি), কামরুন্নাহার (ফিন্যন্সিয়াল এক্সপ্রেস), সোহেল মামুন (ঢাকা ট্রিবিউন) এস এম নূর মোহাম্মদ (দৈনিক আমাদের অর্থনীতি) ও সাইফুল ইসলাম (সরাসরি)।
আহ্বায়ক কমিটি আগামী তিনমাসের মধ্যে একটি সাধারণ সভার মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে সভায় সিদ্ধান্ত হয়।
বাংলাদেশ সময়: ০০২৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
ইএস/জেডএস