ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে এক যুবককে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৭
নাটোরে এক যুবককে কুপিয়ে হত্যা

নাটোর: নাটোরে অঙ্গন (২২) নামে এক যুবককে কুপিয় হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (০৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার সময় শহরের কান্দিভিটা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত অঙ্গন নলডাঙ্গা উপজেলার আচঁড়াখালি গ্রামের রফিকুল ইসলাম এবং পিপরুল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য পপি বেগমের ছেলে।

অঙ্গন শহরের সানু সু স্টোরের কর্মচারী ছিলেন বলে জানা গেছে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, দুর্বৃত্তরা রাত আনুমানিক সাড়ে ১০টার সময় শহরের কান্দিভিটা এলাকায় ওই যুবককে কুপিয়ে পালিয়ে যায়।  

এসময় স্থানীয় লোকজন টের পেয়ে তাকে (অঙ্গন) উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরো জানান, কি কারণে, কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানা যায়নি। বিষয়টি উদঘাটনের চেষ্টা চলছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৩০০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।