ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সোনাগাজীতে কাব ক্যাম্পুরির মহা তাঁবু জলসা ও সমাপনী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩১ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৭
সোনাগাজীতে কাব ক্যাম্পুরির মহা তাঁবু জলসা ও সমাপনী

ফেনী: বাংলাদেশ স্কাউটস সোনাগাজী উপজেলার আয়োজনে সোনাগাজীর আমিরবাদ আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে তিন দিনব্যাপী তৃতীয় সোনাগাজী উপজেলা কাব ক্যাম্পুরির মহা তাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

সোনাগাজী উপজেলা স্কাউটস'র সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক বেল্লাল হোসেনের সঞ্চালনায় বুধবার (০৮ নভেম্বর) রাতে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মনোজ কুমার রায়।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবময় দেওয়ান।

সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হিরন, হোসাফ গ্রুপের ডিরেক্টর মো. শাহাদাত হোসেন সেলিম, হোসাফ গ্রুপের অ্যাডভাইজার কামাল উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আল মমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম, ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জহির, চরদরবেশ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টু, চরমজলিশপুর ইউনিয়নের চেয়ারম্যান এম এ হোসেন, নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান দোলোয়ার হোসেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ওয়াহিদুর রহমান, সোনাগাজী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান, আল হেলাল একাডেমির প্রধান শিক্ষক মো. আবদুল হক প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, সোনাগাজী উপজেলা স্কাউটস'র কমিশনার সুনীল চন্দ্র রায়, সহকারী কমিশনার শেখ মো. একরামুল হক, সহ-সভাপতি শরিয়ত উল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, উপজেলা স্কাউটস'র কোষাধ্যক্ষ মাস্টার বেলায়েত হোসেন, উপজেলা স্কাউট লিডার খুরশেদ আলম বিএসসি, উড়ব্যজার আলাউদ্দিন দুলাল, আমিরাবাদ আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আইয়ুব।

কাব ক্যাম্পুরিতে উপজেলার ৪০টি স্কুলের ২৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ০৬৩০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
এসএইচডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।