বুধবার (০৮ নভেম্বর) দিনগত মধ্যরাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক নুরুজ্জামান উপজেলার পুটিহারা গ্রামের মশিউর রহমানের ছেলে ও একই এলাকার আশরাফ আলীর ছেলে সাইফুল।
দিনাজপুর নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাসেল মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটকৃতরা দীর্ঘদিন থেকে মাদকের ব্যবসা করে আসছিলেন। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ০৬৪৭ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
জেডএস