ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

আব্দুল করিমের প্রথম মৃত্যুবার্ষিকী শনিবার 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৬ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৭
আব্দুল করিমের প্রথম মৃত্যুবার্ষিকী শনিবার 

ঢাকা: কে এম আবদুল করিমের প্রথম মৃত্যুবার্ষিকী শনিবার (১১ নভেম্বর)। গত বছর এই দিনে তিনি ইন্তেকাল করেন। 

মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন তার ছেলে ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম।  

কে এম আবদুল করিম ছিলেন ঝালকাঠী জেলার রাজাপুর সাতুরিয়া হামিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক।

 

তিনি ব্যক্তি জীবনে এলাকায় গড়ে তুলেছেন বহু শিক্ষা প্রতিষ্ঠান। যার মধ্যে সাতুরিয়া ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম কারিগরি স্কুল অ্যান্ড কলেজ, আমড়াঝুড়ি জামিয়া ইসলামীয়া বহুমুখী দাখিল মাদ্রাসা, কে এম আ. করিম জামিয়া ইসলামীয়া এতিমখানা অন্যতম।

এছাড়াও শের-ই-বাংলা এ কে ফজলুল হক রিসার্চ ইনস্টিটিউট, মাওলানা আ. রহীম, (র:) স্মৃতি পাঠাগার, মোস্তফা হায়দার একাডেমী, পূর্ব আমড়াঝুড়ি বায়তুল মামুর জামে মসজিদ, সাতুরিয়া খানবাড়ী জামে মসজিদ, উত্তর তারাবুনিয়া মোল্লাবাড়ী জামে মসজিদ প্রতিষ্ঠা করেছেন। তিনি দরিদ্র জনগোষ্ঠীর মানোন্নয়নে ভূমিকা রেখে গেছেন। তিনি তার কৃতিত্বের জন্য মানুষের হৃদয়ে অমর হয়ে রয়েছেন।  

বাংলাদেশ সময়: ০৮৩৯ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।