নীলফামারী: নীলফামারীর ডিমলায় হাতকড়া নিয়ে পালিয়ে যাওয়া আসামি জিকরুল হককে (৩০) ৭ ঘণ্টা পর গ্রেফতার করেছে পুলিশ।
মাদক ব্যবসায়ী জিকরুল হক ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের দক্ষিণ সোনাখুলী গ্রামের নছিম উদ্দিনের ছেলে।
বুধবার (০৮ নভেম্বর) বিকেলের দিকে ডিমলা থানা পুলিশ ওই আসামিকে ঝুনাগাছ চাপানি ইউনিয়নের খালিশা চাপানি হাট থেকে ফেনসিডিলসহ আটক করে।
পুলিশ আটক মাদক ব্যবসায়ীকে হাতকড়া পড়িয়ে থানায় নিয়ে যাওয়ার সময় পালিয়ে যায়। এ ঘটনার প্রায় ৭ ঘণ্টা পর প্রায় ১০ কিলোমিটার দূরে জেলার জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
নীলফামারী জেলার অতিরিক্ত পুলিশ সুপার এবিএম আবুল বাশার ঘটনা নিশ্চিত করে বলেন, পলাতক আসামিকে রাত সোয়া ১১টার দিকে হাতকড়াসহ গ্রেফতার করা হয়।
বাংলাদেশ সময়: ০৯৪৩ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
বিএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।