ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

টঙ্গীতে দু’জনের কঙ্কালসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৮ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৭
টঙ্গীতে দু’জনের কঙ্কালসহ যুবক আটক উদ্ধারকৃত কঙ্কাল

গাজীপুর: গাজীপুরের টঙ্গী থানার স্টেশন রোড এলাকা থেকে দু’জনের কঙ্কালসহ মো. এরশাদ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। 

বুধবার (৮ নভেম্বর) গভীররাতে ওই এলাকায় একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। আটক এরশাদ শেরপুরের নকলা এলাকার বাসিন্দা।

 

জিজ্ঞাসাবাদে এরশাদ পুলিশকে জানান, টাঙ্গাইলের সখীপুর এলাকার কবর থেকে মানুষের কঙ্কাল দু’টি চুরি করে আনা হয়। কঙ্কাল দু’টি বিক্রি করতে তিনিসহ চার-পাঁচজন ময়মনসিংহ যাচ্ছিলেন।  

টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোশারফ হোসেন জানান, টঙ্গীর স্টেশন রোড এলাকায় একটি বাসে তল্লাশি চালায় পুলিশ। এসময় বাসযাত্রী এরশাদের কাছ থেকে পলিথিনে মোড়ানো দু’টি কঙ্কাল উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়েছে। তবে এসময় তার সঙ্গীরা কৌশলে পালিয়ে যান।  

বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।