বৃহস্পতিবার (৯ নভেম্বর) ফরিদপুর জেলা পুলিশের কন্ট্রোল রুম সূত্র জানায়, বুধবার (৮ নভেম্বর) দিবাগত মধ্যরাতে চরভদ্রাসন উপজেলার মৃধাডাঙ্গী গ্রামের আনসার ফকিরের বাড়িতে স্পিডবোটে করে আসা একদল ডাকাত হানা দেয়। ডাকাতরা বাড়ির দরজা ভেঙে টাকা ও মালপত্র নিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় তাদের ধাওয়া করে গ্রামবাসী।
এদিকে একই রাতে অপর এক ডাকাতির ঘটনায় সদরপুর উপজেলার পিয়াজখালী ব্যাপারীগ্রামে ডাকাতদের গুলিতে নিহত হন মালেক খাঁ (২৭) নামের এক গ্রামবাসী। আহত হয়েছেন তারা মিয়া (৫৮) আরও এক গ্রামবাসী।
পুলিশ কন্ট্রোলরুম সূত্র জানায়, ঢেউখালি ইউনিয়নে সুলতান খাঁর বাড়িতে ডাকাতরা হানা দেয়। পরে গ্রামবাসীর প্রতিরোধের মুখে পালিয়ে যাওয়ার পথে তাদের গুলিতে নিহত হন মালেক খাঁ।
এ ঘটনায় কোনো ডাকাতকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ সূত্র।
বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
আরআই