ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে ডাকাতের গুলিতে নিহত ৩ গ্রামবাসী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৪ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৭
ফরিদপুরে ডাকাতের গুলিতে নিহত ৩ গ্রামবাসী

ঢাকা: ফরিদপুরের চরভদ্রাসন ও সদরপুর উপজেলায় পৃথক দুটি ডাকাতির ঘটনায় ডাকাতদের গুলিতে তিন গ্রামবাসীর মৃত্যু হয়েছে।আহত হয়েছেন আরও তিনজন।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) ফরিদপুর জেলা পুলিশের কন্ট্রোল রুম সূত্র জানায়, বুধবার (৮ নভেম্বর) দিবাগত মধ্যরাতে চরভদ্রাসন উপজেলার মৃধাডাঙ্গী গ্রামের আনসার ফকিরের বাড়িতে স্পিডবোটে করে আসা একদল ডাকাত হানা দেয়। ডাকাতরা বাড়ির দরজা ভেঙে টাকা ও মালপত্র নিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় তাদের ধাওয়া করে গ্রামবাসী।

এ সময় ডাকাতরা গুলি করলে ঘটনাস্থলেই নিহত হন  চরভদ্রাসন উপজেলার মৃধাডাঙ্গী গ্রামের মো. সাজ্জাদ মৃধা (৩০)। আহত হন তার চাচাতো ভাই সেন্টু মৃধা (২৮)। পরে ফরিদপুর ৫০০ শয্যার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সেন্টু মৃধা। এছাড়া ডাকাতদের গুলিতে আহত হন আল আমিন ফকির (২৭) ও রাকিব ফকির (২২)। তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে একই রাতে অপর এক ডাকাতির ঘটনায় সদরপুর উপজেলার পিয়াজখালী ব্যাপারীগ্রামে ডাকাতদের গুলিতে নিহত হন মালেক খাঁ (২৭) নামের এক গ্রামবাসী। আহত হয়েছেন তারা মিয়া (৫৮) আরও এক গ্রামবাসী।

পুলিশ কন্ট্রোলরুম সূত্র জানায়, ঢেউখালি ইউনিয়নে সুলতান খাঁর বাড়িতে ডাকাতরা হানা দেয়। পরে গ্রামবাসীর প্রতিরোধের মুখে পালিয়ে যাওয়ার পথে তাদের গুলিতে নিহত হন মালেক খাঁ।

এ ঘটনায় কোনো ডাকাতকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ সূত্র।

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।