আশুলিয়া (ঢাকা): নিখোঁজের সাত মাসপর মানিকগঞ্জের সিঙ্গাইর এলাকার ইট ব্যবসায়ী বিল্লাল হোসেনের মরদেহ উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)।
বৃহস্পতিবার (০৯ নভেম্বর) দুপুরে আশুলিয়ার উত্তর বড় ওয়ালিয়া এলাকার এনায়েত উল্লাহর বাগান বাড়ির ভেতর থেকে মাটিচাপা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মেজর আব্দুল হাকিম বাংলানিউজকে জানান, বুধবার (০৮ নভেম্বর) রাতে সাভারের চাপাইন এলাকায় অভিযান চালিয়ে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মুর্শিদা আক্তার শিউলী (৩৫) নামে এক নারীকে গ্রেফতার করা হয়।
পরে ওয়ালিয়া এলাকা থেকে প্রধান আসামি নাসির উদ্দিনকে (৪৫) গ্রেফতার করা হয়। পরে তাদের স্বীকারোক্তী অনুযায়ী এনায়েত উল্লাহর বাগান বাড়ির ভেতর থেকে মাটিচাপা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয় এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
এনটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।