ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে ৫ ভুয়া গোয়েন্দা পুলিশ আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৭
ফেনীতে ৫ ভুয়া গোয়েন্দা পুলিশ আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে ফেনীসহ আশেপাশের এলাকায় সাধারণ মানুষকে প্রতারিত ও জিম্মি করে টাকা আদায়কারী ভুয়া পাঁচ গোয়েন্দা পুলিশকে আটক করেছে পুলিশ। এ সময় ওয়াকিটকি ও হ্যান্ডকাফ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (০৯ নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুলে চেকপোস্টে একটি প্রাইভেট কারে তল্লাশি করে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বরগুনা জেলার আমতলী উপজেলার বাইনবুনিয়া গ্রামের মৃত মোজে আলীর ছেলে আবুল কাশেম (৩০), একই গ্রামের ইউসুফ হাওলাদারের ছেলে মো. ইব্রাহিম (২৫), মাদারীপুর জেলার কালকিনি উপজেলার আলীপুর গ্রামের হাকিম হাওলাদারের ছেলে কামাল হোসেন (৩২), একই গ্রামের মোনাব আলী খলিফার ছেলে চন্নু খলিফা (২৮) এবং একই গ্রামের আবদুর রউফ সরদারের ছেলে মো. স্বপন (২৮)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী বাংলানিউজকে জানান, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
এসএইচডি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।