ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৭
কিশোরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু কিশোরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ সদর উপজেলার লক্ষীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করা হয়েছে।

বৃহস্পতিবার (০৯ নভেম্বর) বিকেলে একাত্তর টিভির পরিচালক (বার্তা) সৈয়দ ইশতিয়াক রেজা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন।

জর্ডানো বাংলাদেশ নামে একটি বেসরকারি সংস্থার-এর আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জহিরুল হক।

এসময় উপস্থিত ছিলেন- জর্ডানো বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ ইস্কান্দর আলী স্বপন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাবিবা সুলতানা, প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল জব্বার, মানবাধিকার নেতা হারুন আল রশিদ, সিদ্দিকুর রহমান, তকদীর আহমেদ পাভেল, আবু তালেব, সুলতান মাহমুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

পরে বিদ্যালয়ের সব শিক্ষার্থীর মাঝে খাবার ও টিফিন বক্স বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।