ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ভারতে গেল বাংলাদেশ প্রতিবন্ধী ক্রিকেট দল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৭
ভারতে গেল বাংলাদেশ প্রতিবন্ধী ক্রিকেট দল বাংলাদেশ প্রতিবন্ধী ক্রিকেট দল-ছবি-বাংলানিউজ

বেনাপোল (যশোর): ভারতের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলতে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে গেছে ১৫ সদস্যের বাংলাদেশ প্রতিবন্ধী ক্রিকেট দল। 

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে পাসপোর্টের আনুষ্ঠানিকতা শেষে দলটি ভারতে প্রবেশ করে।  

জয়ের ব্যাপারে আশাবাদ প্রকাশ করে বাংলাদেশ প্রতিবন্ধী ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মাকসুদুর রহমান বাংলানিউজকে জানান,  ভারতের প্রতিবন্ধী ক্রিকেট দলের আমন্ত্রণে তারা যাচ্ছেন।

সব ধরনের প্রস্তুতি তাদের রয়েছে। আগামী ১০, ১১ ও ১২ নভেম্বর কলকাতায় তিনটি সিরিজে তারা অংশ নেবেন। এ পথেই তারা আবার ফিরবেন।  

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, ০৯ নভেম্বর, ২০১৭
এজেডএইচ/আরআর


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।