ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় ভিক্ষুক দম্পতির পুনর্বাসনে ঘর নির্মাণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৭
সাতক্ষীরায় ভিক্ষুক দম্পতির পুনর্বাসনে ঘর নির্মাণ ভিক্ষুক দম্পতি

সাতক্ষীরা: সাতক্ষীরায় নিঃসন্তান এক ভিক্ষুক দম্পতির পুনর্বাসনের জন্য ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (০৯ নভেম্বর) বিকেলে সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দম্পতির হাতে ঘরের চাবি তুলে দেন।

এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর হোসেন সজল, ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এসএম শহিদুল ইসলাম, একটি বাড়ি একটি খামার প্রকল্পের সুপারভাইজার আব্দুল মকিব ও ব্রহ্মরাজপুর ইউনিয়নের সদস্য রেজাউল করিম মিঠু প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও সদর উপজেলা প্রশাসনের প্রচেষ্টায় সদর উপজেলার চেলারডাঙ্গা গ্রামের ভিক্ষুক দম্পতি আমের আলী মালী (৯০) ও আছিরন খাতুনের (৭০) পুনর্বাসনের জন্য ‘প্রান্তিক বসতি’ নামে একটি ঘর নির্মাণ করা হয়।

ঘর পেয়ে দম্পতি আমের আলী মালী ও আছিরন খাতুন বাংলানিউজকে বলেন, জীবনের বেশির ভাগ সময়ই রাস্তায় রাস্তায় কাটিয়েছি। এখন আমাদের মাথা গোজার ঠাঁই হয়েছে।

পরে জেলা প্রশাসক এই দম্পতির খোঁজখবর নেন।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।