ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বৃহস্পতিবার উপাচার্য দফতর সংলগ্ন লাউঞ্জে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীনের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে ট্রাস্টি বোর্ডের সদস্য কবি রুবী রহমান ও আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
বৃত্তিপ্রাপ্তরা হলেন, জয়া রায়, মো. সেলিম রানা, তানজিলা হোসেন, গৌরব চন্দ্র রায়, অমিত সরকার, আসিফ আহমেদ, মো. ওসমান গণি, মো. ওবায়দুল হক, মামুনুর রশিদ জাহিদ, মো. সুমন প্রধান, মো. কামরুল ইসলাম, ফজলে রাব্বি, সুচিতা সরকার, মো. রামিনুল ইসলাম রিফাত, মির্জা আশিক এবং ইসরাত জাহান।
বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
আইএ